মোটরসাইকেলের তেলের ট্যাংকে ফেনসিডিল

যশোরের বেনাপোল বন্দর থানার খড়িডাঙ্গা গ্রাম থেকে ৬১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে পুলিশ খড়িডাঙ্গা গ্রামের আসানুর রহমানের (৩৫) বাড়িতে রাখা মোটরসাইকেলের তেলের ট্যাংকের ভেতর থেকে এগুলো উদ্ধার করে। তবে পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে পারেনি।

আসানুর রহমান বেনাপোল বন্দর থানার খড়িডাঙ্গা গ্রামের আব্বাস আলীর ছেলে।

বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, আসানুর রহমান একজন মাদক ব্যবসায়ী। বেনাপোল বন্দর থানার খড়িডাঙ্গা গ্রামের বাড়িতে তিনি মোটরসাইকেলের তেলের ট্যাংকে ফেনসিডিল রেখেছিলেন। ওই ফেনসিডিল তিনি অন্যত্র নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বন্দর থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহীন ফরহানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে মোটরসাইকেলটি জব্দ করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসানুর দৌড়ে পালিয়ে যান। এরপর মোটরসাইকেলের তেলের ট্যাংকের ভেতর অভিনব কায়দায় রাখা ৬১ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপারে মামলা হয়েছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।