জাবিতে বিজয় দিবসের খাবার খেয়ে ৩১ ছাত্রী অসুস্থ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

মহান বিজয় দিবস উপলক্ষে সরবরাহ করা বিশেষ খাবার খেয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল হলের বেশ কয়েকজন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের দায়িত্বরত চিকিৎসক ওই হলে গিয়ে ৩১ ছাত্রীকে চিকিৎসা দিয়েছেন। তবে হলের ছাত্রীরা বলছেন, বিশেষ ওই খাবার খেয়ে অন্তত ৭০ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছেন।

সুফিয়া কামাল হলের কয়েকজন ছাত্রী বলেন, ১৬ ডিসেম্বর রাতে হল প্রশাসনের সরবরাহ করা খাবার খাওয়ার পর থেকেই কয়েকজন ছাত্রীর পেটে সমস্যা দেখা দেয়। মঙ্গলবার সকাল থেকে অসুস্থ ছাত্রীর সংখ্যা বাড়তে থাকে। পরে হল প্রশাসনকে বিষয়টি জানান ছাত্রীরা। এরপর সন্ধ্যা সাতটার দিকে চিকিৎসাকেন্দ্রের দায়িত্বরত চিকিৎসক হলে যান।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রী প্রথম আলোকে বলেন, ‘সোমবার রাতে হলে খাবার খাওয়ার পেটে ব্যথা শুরু হয়। আমার তিন রুমমেটও অসুস্থ হয়েছে। আমি নিশ্চিতভাবে বলতে পারি খাবারের কারণেই এই সমস্যাটা হয়েছে। হল প্রশাসনের গাফিলতির কারণেই এমনটা হয়েছে। প্রশাসনের আরও সতর্ক থাকা উচিত ছিল।'

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের দায়িত্বরত চিকিৎসক মাহবুবা জান্নাত বলেন, ‘ছাত্রীদের অসুস্থতার খবর পেয়ে সংশ্লিষ্ট হলে যাই। সেখানে ৩১ ছাত্রীকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। যেহেতু এতজন ছাত্রী একসঙ্গে অসুস্থ হয়েছে, তাই প্রাথমিকভাবে ধারণা করছি খাবারের কারণেই এ সমস্যা হয়েছে।’

এ বিষয়ে বেগম সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মোতাহার হোসেন বলেন, ‘গতকাল (বিজয় দিবস) মাংস রান্নায় সমস্যা হয়ে থাকতে পারে বলে ধারণা করছি। বিষয়টি দুঃখজনক। বিষয়টিকে আমরা অব্যবস্থাপনা বলব না, কারণ এর আগে এ রকম কখনো হয়নি। তবে কী কারণে ছাত্রীরা অসুস্থ হয়েছে সেটি খুঁজে বের করার জন্য বুধবার হল প্রশাসনের সভা ডেকেছি।’