কুমিল্লা অঞ্চলের আটটি কলেজে অধ্যক্ষ নেই

কুমিল্লা অঞ্চলের জাতীয়করণ হওয়া আটটি কলেজে কোনো অধ্যক্ষ নেই। এতে প্রশাসনিক ও একাডেমিক কাজ ব্যাহত হচ্ছে। কোথাও জ্যেষ্ঠতা ভেঙে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেওয়ায় শিক্ষকদের মধ্যে দলাদলি ও ক্ষোভ রয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লালমাই সরকারি কলেজ, নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ, চান্দিনা উপজেলার দোল্লাই নোয়াবপুর সরকারি কলেজ, মুরাদনগর উপজেলার শ্রীকাইল সরকারি কলেজ, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার ফিরোজ মিয়া সরকারি কলেজ, আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ, কসবা আদর্শ সরকারি কলেজ, চাঁদপুরের মতলব সরকারি কলেজে কোনো অধ্যক্ষ নেই। অন্যদিকে উপাধ্যক্ষ নেই লালমাই সরকারি কলেজ, আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ, মতলব সরকারি কলেজ ও কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজে।

লালমাই সরকারি কলেজের এ বছর ৫০ বছর পূর্ণ হচ্ছে। এ কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন দর্শন বিভাগের সহকারী অধ্যাপক জেসমিন আকতার। তাঁর চেয়ে চাকরিতে জ্যেষ্ঠ রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মো. ছালামত উল্লাহ। তারপরও তাঁকে বাদ দিয়ে জেসমিনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়ায় ছালামত উল্লাহসহ অন্য শিক্ষকেরা ক্ষুব্ধ হয়েছেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে কলেজটির সর্বশেষ অধ্যক্ষ আবদুল মমিন মজুমদার বলেন, ‘২০১৮ সালের ৩০ অক্টোবর আমি দায়িত্ব হস্তান্তর করি। তখন রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মো. ছালামত উল্লাহ অসুস্থতার কারণে দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করে লিখিত দেন। এই অবস্থায় পরবর্তী জ্যেষ্ঠ সহকারী অধ্যাপক জেসমিন আকতারকে দায়িত্ব বুঝিয়ে দিই।’

তবে শিক্ষক ছালামত উল্লাহ বলেন, ‘জ্যেষ্ঠ শিক্ষক হওয়া সত্ত্বেও আমাকে দায়িত্ব দেওয়া হয়নি। আমি দায়িত্ব পালনে কোনোভাবেই অপারগতা প্রকাশ করে চিঠি দিইনি। আমার সই স্ক্যান করে আবেদনে বসানো হয়েছে। আমি শারীরিকভাবে সুস্থ আছি।’ অবশ্য এই অভিযোগ অস্বীকার করে মমিন মজুমদার বলেন, ‘ছালামত উল্লাহ চাকরিতে জ্যেষ্ঠ, সেটা ঠিক আছে। কিন্তু আমরা তাঁর সই স্ক্যান করে বসাতে যাব কেন?’

কুমিল্লার মুরাদনগরের শ্রীকাইল সরকারি কলেজে ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর থেকে অধ্যক্ষের পদ শূন্য। ওই পদে উপাধ্যক্ষ মিয়া গোলাম সারোয়ার অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজে ২০১৮ সালের ৯ ফেব্রুয়ারি থেকে অধ্যক্ষের পদ শূন্য। ওই পদে উপাধ্যক্ষ নুরুল্লাহ মজুমদার দায়িত্ব পালন করছেন। দোল্লাই নোয়াবপুর সরকারি কলেজে ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর থেকে অধ্যক্ষের পদ শূন্য। উপাধ্যক্ষ মো. আবদুল মান্নান ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে আছেন। ২০১৮ সালের ২৪ জানুয়ারি মতলব সরকারি কলেজের অধ্যক্ষের পদ শূন্য হয়। এরপর প্রথমে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি অবসরে যাওয়ার পর থেকে কৃষিবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আবুল কালাম আল আজাদ দায়িত্ব পালন করছেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা কুমিল্লা অঞ্চলের পরিচালক সোমেশ কর চৌধুরী বলেন, জাতীয়করণ হওয়া কলেজগুলোতে শিক্ষা মন্ত্রণালয় পর্যায়ক্রমে অধ্যক্ষ নিয়োগ দিচ্ছে। ইতিমধ্যে কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর বঙ্গবন্ধু সরকারি কলেজে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের একজন অধ্যাপককে অধ্যক্ষ পদে দেওয়া হয়েছে। অন্য যেসব কলেজে অধ্যক্ষের পদ শূন্য রয়েছে, তার তালিকা মাউশির প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। কোথাও জ্যেষ্ঠতা লঙ্ঘন করে কাউকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হলে বিষয়টি খতিয়ে দেখা হবে আশ্বাস দেন তিনি।