কেরানীগঞ্জে আগুনে দগ্ধ আরেক তরুণের মৃত্যু

প্রথম আলো ফাইল ছবি
প্রথম আলো ফাইল ছবি

কেরানীগঞ্জের প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরেক তরুণ মারা গেছেন। আবু বক্কর সিদ্দিক সোহান (১৯) আজ বুধবার বেলা পৌনে একটার দিকে মারা যান। এ নিয়ে ভয়াবহ ওই অগ্নিকাণ্ডের ঘটনায় ২০ জন মারা গেলেন।

১১ ডিসেম্বর বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়ার হিজলতলার প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের কারখানায় আগুন লাগে। ঘটনাস্থলেই মারা যান কারখানার একজন শ্রমিক। এরপর আগুনে পুড়ে যাওয়া কারখানার লোকজনদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়।

সোহান শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, সোহানের শরীরের ৬০ ভাগ পুড়ে গিয়েছিল। বর্তমানে দগ্ধ আরও ১২ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁরা আশঙ্কামুক্ত নন। ময়নাতদন্তের জন্য সোহানের মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সোহানের বাবা আবদুল জব্বার। মা আহেজা বেগম। জামালপুর জেলার মেলান্দহ উপজেলার গোপিন্দি গ্রামে তাঁদের বাড়ি। তিন ভাই এক বোনের মধ্যে তিনি সবার ছোট। বাবা গ্রামে কৃষিকাজ করেন। সোহানের বড় ভাই আলমাছ জানান, তাঁর ভাই দুর্ঘটনার সাত দিন আগে ওই প্লাস্টিক কারখানায় কাজে যোগ দিয়েছিলেন।

এ ঘটনায় আগুনে পুড়ে নিহত শ্রমিক আলমের ভাই জাহাঙ্গীর বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় কারখানার মালিক নজরুল ইসলামসহ অজ্ঞাত ১০ থেকে ১১ জনকে আসামি করে মামলা করেন। কিন্তু মামলার ছয় দিন পার হলেও নজরুল গ্রেপ্তার হননি। মামলার অন্য আসামিরাও পলাতক বলে জানিয়েছে পুলিশ।