ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন

ছাত্রদলের ৬০ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

কাউন্সিলের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করার দীর্ঘদিন পর ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হলো।
গত ১৯ অক্টোবর ছাত্রদলের কেন্দ্রীয় কাউন্সিলে সভাপতি নির্বাচিত হন ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। গতকাল শুক্রবার রাতে ৬০ সদস্যবিশিষ্ট ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের আংশিক কমিটি অনুমোন দেওয়া হয়।

গঠনতন্ত্র অনুযায়ী, জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ওই আংশিক কমিটি অনুমোদন দেন। শীঘ্রই ছাত্রদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হবে। ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন স্বাক্ষরিত বার্তায় এ তথ্য জানানো হয়।

কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী রওনকুল ইসলাম, জাকিরুল ইসলাম জাকির, আশরাফুল আলম ফকির, হাফিজুর রহমান হাফিজ, মামুন খান, পার্থ দেব মণ্ডল, মাজদুল ইসলাম, কে এস এম মুসাব্বির শাফি, ওমর ফারুক কাওসার, মোক্তাদির হোসেন, সাজিদ হাসান, মাহমুদুল হাসান, মিজানুর রহমান, মোস্তাফিজুর রহমান, পাভেল শিকদার।

যুগ্ম সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন আমিনুর রহমান, শাহ নাওয়াজ, মহিন উদ্দিন, তানজিল হাসান, তবিবুর রহমান, এ বি এম মাহমুদ আলম সরদার, মিজানুর রহমান শরীফ, রিয়াদ মো. ইকবাল হোসেন, আরিফুর রহমান আরিফ, আবদুল্লাহ আল জুবায়ের, নিজাম উদ্দিন, মারুফ এলাহী, করিম প্রধান, মাহবুব মিয়া, শ্যামল মালুম।

সহসাধারণ সম্পাদক পদে রাশেদ ইকবাল খান, আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া, ইছামন্তাজ ইজাজ, মাইন উদ্দিন, সিরাজুল ইসলাম, কে এম সাখাওয়াত হোসেন, মাহবুব আলম মাহবুব, সাদিকুর রহমান সাদিক, আকতারুজ্জামান আকতার, মো. জামিল হোসেন, মো.আলাউদ্দিন খান, শাহাদাত হোসেন, শেখ শহিদুল ইসলাম, সুলতানা জেসমিন, খন্দকার ডালিয়া রহমান দায়িত্ব পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ।

সহসাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান আউয়াল, মশিউর রহমান (ঢাকা বিভাগ) মাহফুজুল আলম (বরিশাল), তানজিমুল হাসান কায়েস (ফরিদপুর), হেলাল আহম্মেদ (খুলনা), নাদিমুর রহমান (কুমিল্লা), ফারুক আহমেদ সাব্বির (চট্টগ্রাম), রায়হান উদ্দিন (সিলেট), রফিকুল ইসলাম (রাজশাহী), মনিরুজ্জামান হিযবুল (রংপুর), নাইমুল করিম (ময়মনসিংহ)।

ছাত্রদলের এই কমিটিতে দপ্তরবিষয়ক সহসম্পাদক করা হয়েছে আজিজুল হক সোহেলকে। দপ্তর সম্পাদক পদটি ফাঁকা রাখা হয়েছে।