মহেশপুর সীমান্তে ভারতীয় নাগরিকসহ ৬ জন আটক

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় এক ভারতীয় নাগরিকসহ ছয়জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার পৃথক স্থান থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে চারজন পুরুষ ও দুজন নারী।

খাশিপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক (উপ-অধিনায়ক) কামরুল হাসান জানান, কথাবার্তা ও চলাচল সন্দেহজনক মনে হওয়ায় শনিবার সকালে মহেশপুর উপজেলার ভৈরবা মোড় থেকে চারজনকে আটক করেন বিজিবি সদস্যরা। জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, বিভিন্ন সময়ে কাজের প্রয়োজনে তাঁরা ভারতে গিয়েছিলেন। অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে বাঁশবাড়িয়া ইউনিয়নের ভৈরবা বাজারের কাছে অপেক্ষা করছিলেন। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে আটক চারজনকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

এর আগে শনিবার ভোর ছয়টার দিকে মহেশপুর উপজেলার মাটিলা মসজিদের কাছ থেকে দুজনকে আটক করে বিজিবি। অবৈধ পারাপারের সময় তাঁদের আটক করা হয়।