কেরানীগঞ্জে অগ্নিকাণ্ড: আরও একজনের মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ২২

দক্ষিণ কেরানীগঞ্জের হিজলতলা এলাকার একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকা, ১১ ডিসেম্বর। প্রথম আলো ফাইল ছবি
দক্ষিণ কেরানীগঞ্জের হিজলতলা এলাকার একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকা, ১১ ডিসেম্বর। প্রথম আলো ফাইল ছবি

কেরানীগঞ্জের প্লাস্টিক কারখানায় আগুনে দগ্ধ আরও এক ব্যক্তি মারা গেছেন। শনিবার সকালে শাহাজুল ইসলাম (১৯) নামের ওই যুবক শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে ভয়াবহ ওই অগ্নিকাণ্ডের ঘটনায় ২২ জন মারা গেলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল। ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাহাজুল। তাঁর শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

শাহাজুল কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নজরুল ইসলামের ছেলে। তিন ভাইবোনের মধ্যে দ্বিতীয় শাহাজুল কেরানীগঞ্জে চাকরি করতেন।

১১ ডিসেম্বর বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়ার হিজলতলার প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের কারখানায় আগুন লাগে। একজন শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় কেরানীগঞ্জ থানায় কারখানার মালিক নজরুল ইসলামসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১১ জনকে আসামি করে হত্যা মামলা করা হয়। কিন্তু নয় দিন পার হলেও নজরুলকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।