নুরুলদের ওপর হামলাকে বর্বর-পৈশাচিক বললেন নানক

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতা-কর্মীদের হামলায় নুরুল হক ও তাঁর সংগঠনের কর্মীদের দেখতে ঢাকা মেডিকেলে যান নানক ও নাছিম। ছবি: ফোকাস বাংলা
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতা-কর্মীদের হামলায় নুরুল হক ও তাঁর সংগঠনের কর্মীদের দেখতে ঢাকা মেডিকেলে যান নানক ও নাছিম। ছবি: ফোকাস বাংলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক ও তাঁর সংগঠনের কর্মীদের ওপর হামলার ঘটনাকে বর্বর ও পৈশাচিক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। তিনি আরও বলেন, যে মঞ্চের নামেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গোলযোগ করা হোক না কেন, বর্তমান সরকার কাউকেই রেহাই দেবে না।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতা-কর্মীদের হামলায় নুরুল হক ও তাঁর সঙ্গে থাকা অন্তত ২৪ জন আহত হন। তাঁদের মধ্যে চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তাঁরা হলেন—ভিপি নুরুল হক, তাঁর ছোট ভাই আমিনুর, নুরুল হকের ঘনিষ্ঠ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এপিএম সোহেল ও অপর একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তুহিন ফারাবি।

আহত ডাকসুর ভিপি নুরুল হকসহ তাঁর সংগঠনের নেতা-কর্মীদের দেখতে আজ রোববার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন নানক ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম৷ নুরুলদের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া শেষে নানক সাংবাদিকদের এসব কথা বলেন৷

নানক বলেছেন, যে মঞ্চের নামেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গোলযোগ করা হোক না কেন, বর্তমান সরকার কাউকেই রেহাই দেবে না। তিনি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা এখানে এসেছি। ঘটনাটা যে এত বর্বর ও পৈশাচিক হয়েছে, সেটা আমরা বুঝতে পারিনি। যে ঘটনা ঘটেছে, শুধু সেটাই নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা কিংবা শিক্ষার পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা বর্তমান সরকার কোনোভাবেই গ্রহণ করবে না। নুরুলদের ওপর হামলাটি রাজনৈতিক প্রতিহিংসার কোনো ব্যাপার নয়৷’

আহতদের খোঁজখবর নেন জাহাঙ্গীর কবির নানক। ছবি: ফোকাস বাংলা
আহতদের খোঁজখবর নেন জাহাঙ্গীর কবির নানক। ছবি: ফোকাস বাংলা

নানক বলেন, দুষ্কৃতকারীরা কোনো জায়গার নির্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অশান্ত করতে ও শিক্ষার পরিবেশ বিঘ্নিত করতে প্রচেষ্টা চালাচ্ছে। যে মঞ্চের নামেই গোলযোগ করা হোক না কেন কাউকে বর্তমান সরকার রেহাই দেবে না। শিক্ষার পরিবেশ রক্ষার প্রয়োজনে কাউকে ছাড় দেওয়া হবে না। সবাইকে আইনের আওতায় আনতে হবে।

রাত আটটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভিপি নুরুলদের দেখতে গিয়ে তোপের মুখে পড়েন জাহাঙ্গীর কবির নানক ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তাঁরা হাসপাতালে প্রবেশের সময় নুরুলের সংগঠন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা-কর্মীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। তাঁরা হামলাকারী ছাত্রলীগ নেতা-কর্মীদের দ্রুত বিচার দাবি করে স্লোগান দিতে থাকেন। পরিষদের নেতা-কর্মীরা হাসপাতালের জরুরি বিভাগের ফটকে বসে পড়েন

আ ফ ম বাহাউদ্দিন নাছিম বিক্ষোভকারীদের উদ্দেশে বলেন, ‘আমরা নুরুলসহ আহতদের দেখতে এসেছি। তাঁদের চিকিৎসার খোঁজখবর নেব। এ ছাড়া, তোমাদের ওপর এত অমানবিক হামলা কারা চালিয়েছে, খোঁজ নিয়ে তাঁদের চিহ্নিত করা হবে।’পরিষদের নেতা-কর্মীরা বলেন, হামলার ভিডিও গণমাধ্যমে প্রকাশ পেয়েছে, তাদের আগে বিচার করুন।

পরে হাসপাতালে প্রবেশ করেন নানক ও নাছিম। এ সময় তাঁদের সঙ্গে আরও ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য৷