ঘন কুয়াশার মধ্যে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ১

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ড্রাম ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তিনজন।

আজ বৃহস্পতিবার সকাল পৌনে আটটার দিকে উপজেলার বরমী ইউনিয়নের সোহাদিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলছেন, ঘন কুয়াশায় কারণে দুর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তির নাম বতু মিয়া (৬০)। তাঁর বাড়ি কিশোরগঞ্জ জেলায়। আহত তিনজন হলেন তানিয়া আক্তার (১৮), সাদিয়া আক্তার (১৪) ও আড়াই বছরের শিশু মোহাম্মদ মাহিন। তাঁরা সবাই অটোরিকশার আরোহী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, সকাল সাড়ে সাতটার দিকে সিএনজিচালিত অটোরিকশাটি কাওরাইদ থেকে যাত্রী নিয়ে রওনা দেয়। এ সময় ঘন কুয়াশা ছিল। সকাল পৌনে আটটার দিকে সোহাদিয়া গ্রামে একটি স্টিল মিলের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।

হতাহত ব্যক্তিদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয় লোকজন। সেখানে একজনের মৃত্যু হয়।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ফতেহ আকরাম জানান, আহত তিনজনের অবস্থা গুরুতর।