রাজউক উত্তরা মডেল কলেজের রজতজয়ন্তী উদ্যাপিত

রাজউক উত্তরা মডেল কলেজের রজতজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।
রাজউক উত্তরা মডেল কলেজের রজতজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

উৎসবের আবহে রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজের রজতজয়ন্তী উদ্‌যাপিত হয়েছে। আজ শুক্রবার প্রতিষ্ঠানটির ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয় ‘রজতজয়ন্তী-২০১৯’ শীর্ষক অনুষ্ঠানের।

শিক্ষাপ্রতিষ্ঠানটির সাবেক ও বর্তমান শিক্ষার্থী ও শিক্ষকদের মিলনমেলায় পরিণত হয়েছিল উৎসবস্থল। রজতজয়ন্তী উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানটির ক্যাম্পাস সাজানো হয় বর্ণিল সাজে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সাংসদ সাহারা খাতুন ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন। কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শওকত আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সদস্যসহ সাবেক অধ্যক্ষ ও উপাধ্যক্ষেরা।

অনুষ্ঠানে আগত অতিথি এবং সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের একাংশ।
অনুষ্ঠানে আগত অতিথি এবং সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের একাংশ।

অনুষ্ঠানে শিক্ষক, অতিথিসহ সাবেক ও বর্তমান ছয় হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে গান, নাচ, অভিনয় ও আবৃত্তি পরিবেশিত হয়।

মধ্যাহ্ন বিরতির পর বিকেলে ছিল আকর্ষণীয় র‌্যাফল ড্রর আয়োজন। সন্ধ্যায় সংগীত পরিবেশন করে জনপ্রিয় ব্যান্ড মাইলস, আর্টসেল ও তাহসান। আনন্দমুখর এই মিলনমেলাকে সার্থক করতে কলেজ ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘আরইএসএ’।