চারুকলায় জয়নুল উৎসব

>শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০৫তম জন্মবার্ষিকী উপলক্ষে চারুকলা অনুষদ প্রাঙ্গণে আজ রোববার থেকে শুরু হয়েছে জয়নুল উৎসব ২০১৯। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রতিবছর এই উৎসবের আয়োজন করে থাকে। আগামী মঙ্গলবার পর্যন্ত উৎসব সবার জন্য উন্মুক্ত। অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উৎসবে অংশ নিয়ে নিজেদের তৈরি নানা শিল্পকর্ম ও কারুপণ্য প্রদর্শন ও বিক্রি করছেন। দেশের বিভিন্ন অঞ্চলের কারুশিল্পীরাও উৎসবে স্টল নিয়েছেন। ছবিগুলো রোববারের।
উদ্বোধনের পর চারুকলা অনুষদ প্রাঙ্গণে দর্শনার্থীদের ভিড়
উদ্বোধনের পর চারুকলা অনুষদ প্রাঙ্গণে দর্শনার্থীদের ভিড়
চিত্রকর্ম প্রদর্শন ও বিক্রি করছেন শিক্ষার্থীরা
চিত্রকর্ম প্রদর্শন ও বিক্রি করছেন শিক্ষার্থীরা
শোলার তৈরি ফুলের মালা কিনছেন এক তরুণী
শোলার তৈরি ফুলের মালা কিনছেন এক তরুণী
মেলায় এসেছে শিশুরাও
মেলায় এসেছে শিশুরাও
কাগজের তৈরি বর্ণিল চরকি
কাগজের তৈরি বর্ণিল চরকি
চারুকলার শিক্ষার্থীদের তৈরি গয়না বিক্রি হচ্ছে
চারুকলার শিক্ষার্থীদের তৈরি গয়না বিক্রি হচ্ছে
সারি সারি সাজানো টেপা পুতুল
সারি সারি সাজানো টেপা পুতুল
স্টলে বসেই কাঠের ঘোড়া তৈরি করছেন এক কারিগর
স্টলে বসেই কাঠের ঘোড়া তৈরি করছেন এক কারিগর