৯৯৯-এ ফোন, হোটেল থেকে আগ্নেয়াস্ত্র-ইয়াবা উদ্ধার

জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে দেওয়া তথ্যের ভিত্তিতে কক্সবাজারের কলাতলীর একটি হোটেল থেকে আগ্নেয়াস্ত্র, কিরিচ ও ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। তবে হোটেলটির মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি। গতকাল শনিবার রাতে এগুলো উদ্ধার করা হয়।

প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবু মো. শাহজাহান কবির।

সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. তৈয়মুরের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। তিনি বলেন, ৯৯৯ থেকে ফোন পেয়ে হোটেলে অভিযান চালানো হয়। পরে সেখান থেকে একটি কাটাবন্দুক, দুটি কিরিচ ও প্রায় ২০০ ইয়াবা জব্দ করা হয়েছে। ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

ওসি শাহজাহান কবির বলেন, দীর্ঘদিন ধরে নাসির উদ্দীন মহসীন ও রফিকুল ইসলামের মধ্যে হোটেলটির জমির মালিকানা নিয়ে বিরোধ আছে। প্রতিপক্ষকে ফাঁসাতে অস্ত্র ও মাদক কৌশলে রেখেছিল বলে ধারণা করা হচ্ছে। উভয় পক্ষের একাধিক অভিযোগ থানা-পুলিশের কাছে রয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে অধিকতর তদন্ত চলছে, কারও কোনো ধরনের সম্পৃক্ততা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।