ময়মনসিংহে ট্রেন ও ট্রাকের সংঘর্ষ, দুই ঘণ্টা চলাচল বন্ধ

ময়মনসিংহ শহরের ঘুন্টি রেল ক্রসিংয়ে ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়েছে। আজ সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রেনের চালক ও সহকারী চালক সামান্য আহত হন। তবে আর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ ঘটনায় প্রায় দুই ঘণ্টা ঢাকা ও ময়মনসিংহের সঙ্গে জামালপুরের ট্রেন যোগাযোগ বন্ধ ছিল।

ময়মনসিংহের স্টেশন সুপার জহুরুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

জহুরুল ইসলাম জানান, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ৫৬ ডাউন ভাওয়াল এক্সপ্রেস মেইল ট্রেনটি ময়মনসিংহে প্রবেশের সময় এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনের চালক ও সহকারী চালক আহত হয়েছেন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁরা হাসপাতাল ত্যাগ করেন।

এ ঘটনার পর প্রায় দুই ঘণ্টা ঢাকা ও ময়মনসিংহের সঙ্গে জামালপুরের ট্রেন যোগাযোগ বন্ধ ছিল। ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও ময়মনসিংহ এক্সপ্রেসসহ অন্যান্য লোকাল ট্রেন আটকা পড়েছিল বিভিন্ন স্টেশনে। পরে ময়মনসিংহ কেওয়াটখালি শেড হতে উদ্ধারকারী ট্রেন এসে দুর্ঘটনাকবলিত ট্রেনটিকে উদ্ধার করে নিয়ে গেলে এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্টেশন সুপার।