স্মৃতিচারণায় মেতেছিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

কলেজের পুনর্মিলনীর দ্বিতীয় দিনটিও কাটে হুই-হুল্লোড়ে। ছিল আড্ডা আর ছবি তোলার হিড়িক। গতকাল টাঙ্গাইলের কুমুদিনী সরকারি কলেজ চত্বরে। প্রথম আলো
কলেজের পুনর্মিলনীর দ্বিতীয় দিনটিও কাটে হুই-হুল্লোড়ে। ছিল আড্ডা আর ছবি তোলার হিড়িক। গতকাল টাঙ্গাইলের কুমুদিনী সরকারি কলেজ চত্বরে। প্রথম আলো

টাঙ্গাইলের কুমুদিনী সরকারি কলেজের মিলনমেলায় অংশগ্রহণকারীরা গতকাল রোববার সারা দিন ভেসে বেড়িয়েছেন স্মৃতির ভেলায়। কলেজের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত পুনর্মিলনীকে তাঁরা প্রাণের মেলা হিসেবে আখ্যা দিয়েছেন। দিনভর স্মৃতির ভেলায় ভাসতে ভাসতে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের উচ্ছ্বাসে মেতে ওঠেন সবাই।

পুনর্মিলনীর প্রথম দিন শনিবার বিকেল থেকে রাত প্রায় ১০টা পর্যন্ত চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। জনপ্রিয় শিল্পী তাহসানের গান পরিবেশনের মধ্য দিয়ে প্রথম দিনের অনুষ্ঠান শেষ হয়।

দ্বিতীয় দিনে গতকাল রোববার সকাল থেকে আবার কলেজ প্রাঙ্গণে সমবেত হতে থাকেন বিভিন্ন বর্ষের প্রাক্তন শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর সহপাঠীদের কাছে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

প্রাক্তন ছাত্রী কানিজ ফাতেমা বলেন, ‘পুরোনো সাথিদের কাছে পেয়ে মনে হচ্ছে এ যেন প্রাণের মেলায় এসেছি।’ আফিয়া আক্তার বলেন, ‘এখানে আসার পর থেকে স্মৃতির ভেলায় ভাসছি। বারবার মনে পড়ছে ছাত্রজীবনের নানান স্মৃতি।’

স্মৃতিচারণা পর্বে ৬১ ব্যাচের শিক্ষার্থী ও বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শেফালি দাস, ৭৪ ব্যাচের ছাত্রী বর্তমানে কলেজশিক্ষক হাজেরা বেগম, ৮৫ ব্যাচের শিক্ষার্থী গৃহিণী সালমা সুলতানা, মানবাধিকারকর্মী শিখা সাহা, ফারজানা করিম, ফাতেমা জান্নাত, শিমুল খান, আফরোজা খানম, কলেজের সাবেক অধ্যক্ষ নেলি বড়ুয়াসহ বিভিন্ন সময়ের প্রাক্তন শিক্ষার্থীরা স্মৃতিচারণা করেন। তাঁদের স্মৃতিকথায় কলেজের প্রতিষ্ঠাতা দানবীর রণদাপ্রসাদ সাহার প্রতি শ্রদ্ধা যেমন উঠে আসে, তেমনি কলেজের সাবেক অধ্যক্ষ নার্গিস হামিদ কোরাইশিসহ সাবেক ও বর্তমান শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ পায়।

আলোচনা পর্বে কলেজের অধ্যক্ষ মো. আবদুল মান্নান বলেন, দানবীর রণদাপ্রসাদ সাহা মানুষের কল্যাণের কথা চিন্তা করে এ কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। তার এই প্রতিষ্ঠানে শিক্ষাগ্রহণ করে আজ অনেকেই সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। তিনি বলেন, ‘যে যেখানে আছেন, কলেজ নিয়ে ভাববেন। এখানে অনেক দরিদ্র শিক্ষার্থী আছে। তাদের জন্যও ভাববেন।’

উপাধ্যক্ষ আলীম আল রাজি এই পুনর্মিলনীতে অংশ নেওয়ায় প্রাক্তন শিক্ষার্থীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতার কথা জানান।