থার্টি ফার্স্টে রাবি ক্যাম্পাসে সন্ধ্যার পর অনুষ্ঠান নয়

৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি সন্ধ্যা সাতটার পর রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেকোনো ধরনের অনুষ্ঠানে নিষেধাজ্ঞা দিয়েছে প্রক্টর দপ্তর। এ বিষয়ে আজ সোমবার বিকেলে প্রক্টর মো. লুৎফর রহমান স্বাক্ষরিত একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিষয়টি ক্যাম্পাসে মাইকিং করে জানানো হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনা অনুযায়ী এই নির্দেশ দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এতে আরও বলা হয়, ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি সন্ধ্যা সাতটার পর ক্যাম্পাসে কোনো অনুষ্ঠান করা যাবে না। এই দুই দিন বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সবাইকে সার্বক্ষণিক আইডি কার্ড রাখতে হবে।

প্রক্টর মো. লুৎফর রহমান বলেন, ‘এই দুদিন ক্যাম্পাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের গেটে পুলিশ আইডি কার্ড চেক করবে। ক্যাম্পাসে আইডি কার্ড ছাড়া কাউকে ধরা হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়ী থাকবে না।’