অনলাইনে অধিক লাভের লোভ দেখাতেন তিনি

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

অস্বাভাবিক মুনাফার লোভ দেখিয়ে অনলাইনে অবৈধভাবে টাকা সংগ্রহের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম সৈয়দ তুষার হোসেন। তিনি সেফ সোর্সবিডি নামের একটি পেজ ব্যবহার করছিলেন এবং এই নামেই একটি অ্যাপও চালু করেছিলেন। তিনি এক লাখ টাকা কেউ বিনিয়োগ করলে তাঁকে প্রতিদিন ৩০০ টাকা থেকে ৩৯০ টাকা হারে বছরে ১ লাখ ৪২ হাজার ৩৫০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছিলেন। কিন্তু অনলাইনে এই বিনিয়োগ প্রতিষ্ঠান চালুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো অনুমোদন নেননি। সিআইডি বলছে, অনুমোদনহীন অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা অবৈধ। সে কারণে তুষারকে গ্রেপ্তার করা হয়েছে। তুষার প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করেছেন।

সিআইডি কর্মকর্তারা বলছেন, তাঁরা নিজস্ব প্রযুক্তি কাজে লাগিয়ে তুষার হোসেনকে শনাক্ত করেন। পরে তাঁকে শেওড়াপাড়া থেকে গ্রেপ্তার করা হয়। তুষার খুলনার ছেলে। সিআইডি এ ধরনের ভুঁইফোড় প্রতিষ্ঠান শনাক্ত করা ও অপরাধীকে ধরিয়ে দিতে ০১৭৩০৩৩৬৪৩১ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে।