সৈয়দ মোয়াজ্জেম আলীর জানাজা সম্পন্ন

প্রয়াত পররাষ্ট্রসচিব সৈয়দ মোয়াজ্জেম আলীর নামাজে জানাজার পর তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়। ছবি: প্রথম আলো
প্রয়াত পররাষ্ট্রসচিব সৈয়দ মোয়াজ্জেম আলীর নামাজে জানাজার পর তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়। ছবি: প্রথম আলো

প্রয়াত পররাষ্ট্রসচিব সৈয়দ মোয়াজ্জেম আলীর নামাজে জানাজা আজ বুধবার সকালে ১০ টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত হয়েছে। তারপর তাঁকে সেখানে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়।

জানাজা শেষে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, তিনি একজন মহান ব্যক্তি। মুক্তিযুদ্ধের সময় তাঁর অবদান অবিস্মরণীয়।

সৈয়দ মোয়াজ্জেম আলী (৭৫ ) গত সোমবার বার্ধক্যজনিত জটিলতার কারণে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন।

হাইকমিশনার হিসেবে ভারতে তাঁর পাঁচ বছরের মেয়াদ শেষ করে নয়াদিল্লি থেকে ঢাকায় চলে আসার কয়েক দিন পরই তিনি মারা যান।

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত,সাবেক পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন, সদ্য বিদায়ী পররাষ্ট্রসচিব মো. শহিদুল হক, ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ জানাজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।