অবৈধভাবে কাউকে সীমান্ত দিয়ে ঢুকতে দেওয়া হবে না: বিজিবি মহাপরিচালক

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম। ছবি: সংগৃহীত
বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম। ছবি: সংগৃহীত

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম বলেছেন, বিজিবি অবৈধভাবে কাউকে সীমান্ত অতিক্রম করতে দেবে না, ঢুকতেও দেবে না। ভারতের রাজধানী দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে বৈঠক শেষে আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিজিবি মহাপরিচালক এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম বলেন, মহাপরিচালক পর্যায়ের বৈঠকে দুই পক্ষের মধ্যে ভারতের জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) নিয়ে কোনো আলোচনা হয়নি। নাগরিকত্ব আইনটি পাস হওয়ার পর নভেম্বর ও ডিসেম্বর মাসে ৪৪৬ জন বাংলাদেশে এসেছেন।

বিজিবি মহাপরিচালকের দাবি, ৪৪৬ জনই বাংলাদেশের নাগরিক। তাঁরা অনুপ্রবেশকারীদের তথ্য যাচাই–বাছাইয়ের পর এ ব্যাপারে নিশ্চিত হয়েছেন। অনুপ্রবেশ নিয়ে কোনো প্রস্তুতি আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, বিজিবি অবৈধভাবে কাউকে সীমান্ত অতিক্রম করতে দেবে না, ঢুকতেও দেবে না।

চলতি বছর সীমান্তে বিগত কয়েক বছরের তুলনায় বেশি মানুষ নিহত হয়েছেন। বিএসএফের প্রতিশ্রুতি ছিল প্রাণঘাতী অস্ত্র সীমান্তে ব্যবহার হবে না। কিন্তু এখন কি সে রকম অস্ত্র ব্যবহার করা হচ্ছে—এমন প্রশ্নের জবাবে সাফিনুল ইসলাম বলেন, ভারতের কাছে তাঁরা এ বিষয়ে উদ্বেগ জানিয়েছেন।

অপর এক প্রশ্নের জবাবে বিজিবি পরিচালক বলেন, মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে। তা ছাড়া সীমান্ত সুরক্ষার জন্য ইউক্রেন থেকে অত্যাধুনিক ১৪টি অস্ত্র কেনার কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

গত ২৫ থেকে ৩০ ডিসেম্বর দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে আনুষ্ঠানিক সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই বৈঠক সম্পর্কে আজ সংবাদ সম্মেলন করেন বিজিবি মহাপরিচালক।