বাবুই বাটানের সূর্যস্নান

>

মনের আনন্দে ঝাঁক বেঁধে নদীর পানিতে সূর্যস্নানে নেমেছে ছোট একদল বাবুই বাটান। ছোট বাবুই বাটান পুটুলে চ্যাগা নামেও পরিচিত। বাবুই বাটান আকারে চড়ুই পাখির চেয়ে কিছুটা বড়। দেহের ওপরের অংশ বালু-ধূসর ও নিচের অংশ সাদাটে। গলায় আবছা ডোরা থাকে। ডানার ডগা কালো। লেজ সাদা ও অগ্রভাগ কালো। চোখ কালচে-বাদামি এবং চোখের চারদিকে সাদা বলয় থাকে। ঠোঁট কালো। পা খাটো ও কালো।

বাবুই বাটান সারা দেশের নদীতীরবর্তী এলাকা, উপকূলীয় অঞ্চল, বড় হ্রদ এলাকায় বাস করে
বাবুই বাটান সারা দেশের নদীতীরবর্তী এলাকা, উপকূলীয় অঞ্চল, বড় হ্রদ এলাকায় বাস করে
এরা সাধারণত ঝাঁক বেঁধে থাকে
এরা সাধারণত ঝাঁক বেঁধে থাকে
যে অবস্থায়ই থাকুক না কেন, সামনে দিয়ে কোনো কীটপতঙ্গ, পাখাওয়ালা উই, গুবরেপোকা উড়ে যেতে দেখলে খপ করে ধরে খায়
যে অবস্থায়ই থাকুক না কেন, সামনে দিয়ে কোনো কীটপতঙ্গ, পাখাওয়ালা উই, গুবরেপোকা উড়ে যেতে দেখলে খপ করে ধরে খায়
ফেব্রুয়ারি-জুন মাসে প্রজননকালে বাবুই বাটান নদীতীরে বা খোলা মাঠে বালুতে বাসা বানায়
ফেব্রুয়ারি-জুন মাসে প্রজননকালে বাবুই বাটান নদীতীরে বা খোলা মাঠে বালুতে বাসা বানায়
আদুরে এই পাখিটিকে এ দেশের আবাসিক পাখি বাবুই বাটান বলা হয়ে থাকে
আদুরে এই পাখিটিকে এ দেশের আবাসিক পাখি বাবুই বাটান বলা হয়ে থাকে
দেহের ওপরের অংশ বালু-ধূসর ও নিচের অংশ সাদাটে
দেহের ওপরের অংশ বালু-ধূসর ও নিচের অংশ সাদাটে
মনের আনন্দে ঝাঁক বেঁধে নদীর পানিতে সূর্যস্নানে নেমেছে ছোট বাবুই বাটান
মনের আনন্দে ঝাঁক বেঁধে নদীর পানিতে সূর্যস্নানে নেমেছে ছোট বাবুই বাটান
শীতের রোদ পোহাতে ব্যস্ত পাখির দল
শীতের রোদ পোহাতে ব্যস্ত পাখির দল
কিচিরমিচির করে দল বেঁধে উড়ে চলা
কিচিরমিচির করে দল বেঁধে উড়ে চলা