লক্ষ্মীপুরে শৌচাগার থেকে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

ঝুলন্ত লাশ। ছবিটি প্রতীকী
ঝুলন্ত লাশ। ছবিটি প্রতীকী

লক্ষ্মীপুরে একটি মাদ্রাসার শৌচাগার থেকে ইমন হোসেন (১০) নামে এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সদর উপজেলার দত্তপাড়া দারুল উলুম ইসলামিয়া একাডেমির শৌচাগার থেকে লাশটি উদ্ধার করা হয়।

ইমন দত্তপাড়া ইউনিয়নের বঙ্গেশপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল সে। মাত্র চার দিন আগেই ইমনকে ওই মাদ্রাসায় ভর্তি করা হয়।

মাদ্রাসার পরিচালক মাহমুদুল হাসান বলেন, ইমন মাদ্রাসায় পড়তে চায়নি। গত সোমবার তার মা তাকে জোর করে এখানে ভর্তি করান। শুক্রবার সকালে ইমন সবার সঙ্গে নাশতা করে। এরপর সে শৌচাগারে গিয়ে গলায় ফাঁস দেয়। মাদ্রাসার বাবুর্চি প্রথমে ভেন্টিলেটরের সঙ্গে রশি দেখে চিৎকার করে। পরে মাদ্রাসার শিক্ষকেরা গিয়ে টয়লেটের দরজা ভেঙে মুমূর্ষু অবস্থায় ইমনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজিজুর রহমান মিয়া প্রথম আলোকে বলেন, মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।