সবজিখেতে বিষধর সাপ, পরে অবমুক্ত

বিষধর সাপটি উদ্ধার করে প্রথমে বস্তাবন্দী করা হয়। পরে সেটা চর কুকরিমুকরি বনে অবমুক্ত করা হয়। ভোলা, বরিশাল, ৩ ডিসেম্বর। ছবি: সংগৃহীত
বিষধর সাপটি উদ্ধার করে প্রথমে বস্তাবন্দী করা হয়। পরে সেটা চর কুকরিমুকরি বনে অবমুক্ত করা হয়। ভোলা, বরিশাল, ৩ ডিসেম্বর। ছবি: সংগৃহীত

ভোলার সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের সবজিখেত থেকে উদ্ধার করা হয়েছে একটি বিষধর সাপ। পরে শুক্রবার দুপুরে বন বিভাগের কর্মীরা চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চর কুকরিমুকরি বনে সাপটি অবমুক্ত করেন। ওই সাপটির নাম রাসেল ভাইপার।

ভোলা সদর উপজেলা কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, বুধবার বিকেলে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের পরীদিঘির পাড়ে পণ্ডিতবাড়ির কৃষক শফিক হোসেনের সবজিখেত থেকে সাপটি উদ্ধার করা হয়। সাপটি পাঁচ ফুট লম্বা ও মোটা আকৃতির অজগরের মতো দেখতে। সাপটি সবজিখেতের পাশে থাকা কারেন্ট জালে আটকে ছিল। এ সময় স্থানীয় লোকজন বন বিভাগে খবর দেন। খবর পেয়ে বন বিভাগের একটি দল ঘটনাস্থল থেকে সাপটি উদ্ধার করে এবং কুকরিমুকরি বনে অবমুক্ত করে।

উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা তৌফিকুল ইসলাম বলেন, ভোলা থেকে এ পর্যন্ত পাঁচটি রাসেল ভাইপার সাপ উদ্ধার করে অবমুক্ত করেছে বন বিভাগ।