ভোলা-ঢাকা-ভোলা নৌপথে দিনে চালু হলো আরেকটি লঞ্চ

অ্যাডভেঞ্চার-৫। ভোলা-ঢাকা নৌপথে দিনের বেলা চালু হলো হলো আরেকটি লঞ্চ। ছবি: প্রথম আলো
অ্যাডভেঞ্চার-৫। ভোলা-ঢাকা নৌপথে দিনের বেলা চালু হলো হলো আরেকটি লঞ্চ। ছবি: প্রথম আলো

ভোলা-ঢাকা নৌপথে চালু হলো আরেকটি দিনের লঞ্চ। নাম অ্যাডভেঞ্চার-৫। এ নিয়ে ভোলা-ঢাকা-ভোলা রুটে দিনে দুটি লঞ্চ চারটি ট্রিপ দেবে। এ লঞ্চটিও ৪ থেকে ৫ ঘণ্টায় গন্তব্যে পৌঁছাবে বলে লঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছে। আজ শুক্রবার ভোলার ইলিশা ফেরিঘাট থেকে সকাল সাড়ে ৮টায় ছেড়ে যায় লঞ্চটি।

সকাল সাড়ে ৭টায় উৎসব মুখর পরিবেশে লঞ্চযাত্রার উদ্বোধন করেন ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মো. মোশারফ হোসেন, ভাইস-চেয়ারম্যান মো. ইউনুছ, অ্যাডভেঞ্চারের মালিক মো. নিজাম উদ্দিন প্রমুখ।

এই লঞ্চের বিজনেস ক্লাসের টিকিটের দাম ৮০০ টাকা ও ইকোনোমি ক্লাসের ভাড়া ৬০০ টাকা করে।

লঞ্চ মালিক সূত্র জানান, এ লঞ্চটি প্রতিদিন ঢাকা থেকে দুপুর আড়াইটায় ছেড়ে আসবে। অন্যদিকে গ্রীণ লাইন নামক লঞ্চটি ঢাকা থেকে সকাল সাড়ে সাতটায় এবং ভোলার ইলিশা ঘাট থেকে আড়াইটায় ছেড়ে যাচ্ছে।

ভোলা-ঢাকা নৌপথে দিনেরবেলা একটি দ্রুতগামী লঞ্চ সার্ভিসের দীর্ঘদিনের দাবি ছিল ভোলাবাসীর। গত ১০ ডিসেম্বর এই রুটে গ্রীণ লাইন লঞ্চটি চালু হয়। এতে বিজনেস ক্লাসের টিকিটের দাম ৮৫০ টাকা ও ইকোনোমি ক্লাসের ভাড়া ৬৫০ টাকা করে।