অগ্নিদগ্ধ শিশুটি বাঁচল না

পাড়ার দোকানে নাশতা কিনতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয় শিশু নওশাদ আহমেদ ওরফে রিজভি (১০)। পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়ে আজ শনিবার সকাল ১০টা ২০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা গেছে সে।

নওশাদ কক্সবাজার শহর জাসদের সাধারণ সম্পাদক ও শহরের মোহাজের পাড়ার বাসিন্দা নূর আহমদের ছেলে। সে কক্সবাজার কেজি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

নওশাদের মৃত্যুর খবরের সত্যতা প্রথম আলোকে নিশ্চিত করেছেন কক্সবাজার শহর জাসদের সভাপতি মোহাম্মদ হোসেন মাসু। পরিবারের বরাত দিয়ে তিনি জানান, গত ৩১ ডিসেম্বর কক্সবাজার শহরের মোহাজের পাড়ার সমিতি পরিচালিত একটি দোকানে নাশতা কিনতে যায় নওশাদ। সেখানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে নওশাদ মারাত্মকভাবে দগ্ধ হয়। সঙ্গে সঙ্গে তাকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতাল এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।

নওশাদের মরদেহ নিয়ে পরিবারের সদস্যরা কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন বলে জানান মোহাম্মদ হোসাইন মাসু।