মির্জাপুরে রোগী সেজে ভুয়া চিকিৎসক ধরলেন এসি ল্যান্ড

টাঙ্গাইল
টাঙ্গাইল

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মঈনুল হক রোগী সেজে এক ভুয়া চিকিৎসককে আটকের পর জরিমানা করেছেন। একই সঙ্গে ইব্রাহিম খলিল নামের ওই ভুয়া চিকিৎসকের ব্যবসাপ্রতিষ্ঠান ঢাকা হোমিও হল সিলগালা করা হয়েছে।

এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জামালপুর সদরের বাসিন্দা ইব্রাহীম খলিল নিজেকে হোমিও চিকিৎসক পরিচয় দিয়ে অন্য চিকিৎসকের প্যাড ও সিল ব্যবহার করতেন। গতকাল শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মির্জাপুরের এসি ল্যান্ড মো. মঈনুল হক নিজেই রোগী সেজে সেখানে হাজির হন। একপর্যায়ে তিনি ইব্রাহীম খলিলের কাছে তাঁর শিক্ষা ও চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র দেখতে চান। কিন্তু তিনি তা দেখাতে ব্যর্থ হন। পরে তিনি ভুয়া চিকিৎসক বলে প্রমাণিত হন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মঈনুল হক বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ মতে ইব্রাহিম খলিলের কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায়ের পর প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।