স্ত্রী-সন্তান রেখে বাল্যবিবাহ করায় কারাদণ্ড

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঘরে স্ত্রী-সন্তান রেখে বাল্যবিবাহ করায় মো. আইনাল হোসেন (২২) নামের এক ব্যক্তিকে দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ কালিনগর গ্রামে আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে।

দক্ষিণ কালিনগর গ্রামের মোশারফ হোসেনের ছেলে আইনালকে এই কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান। এ সময় সহকারী কমিশনার (ভূমি) লুবনা শারমীন সেখানে উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আইনাল হোসেনের সংসারে স্ত্রী ও একটি সন্তান আছে। স্ত্রী-সন্তান থাকা সত্ত্বেও গ্রামের এক কিশোরীকে (১৪) গতকাল শনিবার নিজের বাড়িতে এনে ওঠান তিনি। আজ রোববার দুপুরে বিয়ের আনুষ্ঠানিকতা চলার সময় আইনালের স্ত্রী বিষয়টি ইউএনওকে জানান। পরে দুপুরে ইউএনও ও এসি ল্যান্ড সেখানে উপস্থিত হলে বাল্যবিবাহের কথা স্বীকার করেন আইনাল। পরে ইউএনও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আইনালকে দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে পুলিশের হাতে তুলে দেন। পরে পুলিশ আজ বিকেলে আইনালকে শেরপুর জেলা কারাগারে পাঠায়।

ইউএনও আরিফুর রহমান প্রথম আলোকে বলেন, বাল্যবিবাহের কথা স্বীকার করায় আইনালকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ প্রথম আলোকে বলেন, আইনালকে পুলিশের মাধ্যমে শেরপুর কারাগারে পাঠানো হয়েছে।