শীতের পাহাড়ি জীবন

>

পাহাড়ে দিনের আলো ফুটতে না ফুটতেই শুরু হয় নানা কাজ। কিন্তু শীতের সকাল। সূর্যের দেখা নেই। জীবন জবুথবু হয়ে পড়েছে। এর মধ্যেই লোকজন নিজেদের উষ্ণ রাখতে নানা প্রয়াস চালান। থেমে নেই জীবিকার টানে শ্রমজীবী মানুষের বাইরে ছুটে চলা। এসব কর্মকাণ্ড নিয়ে এই ছবির গল্প।

বেলা সাড়ে ১১টা। কুয়াশায় ঘেরা পাহাড়ি এলাকা। সূর্যের দেখা নেই। খড়কুটো জ্বেলে গা গরম রাখার চেষ্টা। পানখাইয়াপাড়া, খাগড়াছড়ি।
বেলা সাড়ে ১১টা। কুয়াশায় ঘেরা পাহাড়ি এলাকা। সূর্যের দেখা নেই। খড়কুটো জ্বেলে গা গরম রাখার চেষ্টা। পানখাইয়াপাড়া, খাগড়াছড়ি।
ঘন কুয়াশা, বাতাস ও হাড়কাঁপানো শীতের মধ্যে মা তাঁর ছেলেকে চাদরে মুড়িয়ে হেঁটে চলেছেন। চেঙ্গী সেতু, খাগড়াছড়ি।
ঘন কুয়াশা, বাতাস ও হাড়কাঁপানো শীতের মধ্যে মা তাঁর ছেলেকে চাদরে মুড়িয়ে হেঁটে চলেছেন। চেঙ্গী সেতু, খাগড়াছড়ি।
গাড়ির ছাদে চড়ে কর্মজীবী মানুষের যাত্রা। শীতের হাত থেকে রক্ষা পাওয়ার চেষ্টা। শিলাছড়া।
গাড়ির ছাদে চড়ে কর্মজীবী মানুষের যাত্রা। শীতের হাত থেকে রক্ষা পাওয়ার চেষ্টা। শিলাছড়া।
ঠান্ডায় সুতা শুকাতে ব্যস্ত এক পাহাড়ি নারী। বাঙালকাটি মুখ ত্রিপুরাপাড়া, খাগড়াছড়ি।
ঠান্ডায় সুতা শুকাতে ব্যস্ত এক পাহাড়ি নারী। বাঙালকাটি মুখ ত্রিপুরাপাড়া, খাগড়াছড়ি।
কনকনে শীতে পানি সংগ্রহ করছেন পাহাড়ি এক নারী। দৈল্যাতলী, খাগড়াছড়ি।
কনকনে শীতে পানি সংগ্রহ করছেন পাহাড়ি এক নারী। দৈল্যাতলী, খাগড়াছড়ি।
শীতের সকালে খেত থেকে মুলা সংগ্রহ করছেন এক গৃহবধূ। দক্ষিণ খবংপড়িয়া, খাগড়াছড়ি।
শীতের সকালে খেত থেকে মুলা সংগ্রহ করছেন এক গৃহবধূ। দক্ষিণ খবংপড়িয়া, খাগড়াছড়ি।
মুলা ফুলে বসেছে একটি প্রজাপতি। শরৎ চৌধুরীপাড়া, খাগড়াছড়ি।
মুলা ফুলে বসেছে একটি প্রজাপতি। শরৎ চৌধুরীপাড়া, খাগড়াছড়ি।