চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে হতাহত ৪

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্তে বিএসএফের গুলিতে চারজন হতাহত হয়েছেন। এর মধ্যে দুজন নিহত হন। গতকাল বুধবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন উপজেলার দশরসিয়া গ্রামের মো. সুমন ও শ্যামপুর সরকারপাড়ার মো. সেলিম। আহত দুজন হলেন সাদিকুল ও ভারতের নাগরিক লালবর। তাঁদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তাঁরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে এ তথ্য জানা গেছে। তাঁরা জানান, ওই চারজন গরু আনতে সীমান্ত পার হয়ে ভারতের অংশে ঢোকেন। একপর্যায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) চাঁদনিচক ফাঁড়ির সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে হতাহতের এ ঘটনা ঘটে।

আজ বৃহস্পতিবার দুপুরে মুঠোফোনে এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি-৫৩) অধিনায়ক লে. কর্নেল মাহবুবুর রহমান খান বলেন, ‘আমরা সুমন ও সেলিমের নিহত হওয়ার কথা শুনেছি। তাঁদের পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি। দুজন আহত হওয়ার বিষয়টি আমাদের জানা নেই।’