ভুয়া সাংসদের গাড়ি থেকে ফেনসিডিল-ইয়াবা জব্দ

নরসিংদীর মাধবদীতে জাতীয় সংসদের স্টিকারযুক্ত একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৮৭৩ বোতল ফেনসিডিল ও ১৭০ টি ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব । ছবি:সংগৃহীত
নরসিংদীর মাধবদীতে জাতীয় সংসদের স্টিকারযুক্ত একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৮৭৩ বোতল ফেনসিডিল ও ১৭০ টি ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব । ছবি:সংগৃহীত

নরসিংদীর মাধবদীতে জাতীয় সংসদের স্টিকারযুক্ত একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৮৭৩ বোতল ফেনসিডিল ও ১৭০ টি ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। গতকাল শুক্রবার বিকেলে মাধবদী বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কের মাজার গেট এলাকায় এ ঘটনা ঘটে।

এসব মাদক পাচারের অভিযোগে ওয়াসিম মিয়া (৩২) ও তার গাড়িচালক রুহুল আমিনকে (৩২) গ্রেপ্তার করেছে র‍্যাব। র‍্যাবের ভাষ্য, ওয়াসিম মিয়া নিজেকে সাংসদ পরিচয় দিয়ে মাদক পাচার করে থাকেন। এ ঘটনায় আজ শনিবার দুপুরে গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে মাধবদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

র‍্যাব জানায়, গতকাল শুক্রবার বিকেলে মাধবদী বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে র‌্যাব–১১ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিনের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় জাতীয় সংসদের লোগো ব্যবহার করা একটি প্রাইভেটকারকে সন্দেহ হয় র‌্যাবের অভিযানরত দলটির। এ সময় নিজেকে একটি নির্দিষ্ট আসনের সংসদ সদস্য পরিচয় দিয়ে মো. ওয়াসিম মিয়া গাড়ি তল্লাশিতে বাধা দেন। তার কথাবার্তায় সন্দেহ হওয়ায় ওই প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এ সময় প্রাইভেটকার থেকে ৮৭৩ বোতল ফেনসিডিল ও ১৭০ ইয়াবা উদ্ধার করা হয়। এসব মাদক পাচারের অভিযোগে দুজন গ্রেপ্তার করে প্রাইভেটকারটি জব্দ করা হয়।

নরসিংদীর মাধবদীতে জাতীয় সংসদের স্টিকারযুক্ত একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৮৭৩ বোতল ফেনসিডিল ও ১৭০ টি ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব । ছবি:সংগৃহীত
নরসিংদীর মাধবদীতে জাতীয় সংসদের স্টিকারযুক্ত একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৮৭৩ বোতল ফেনসিডিল ও ১৭০ টি ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব । ছবি:সংগৃহীত

র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিন বলেন, গ্রেপ্তারকৃত আসামিরা প্রাইভেটকারে জাতীয় সংসদের লোগো ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওয়াসিম ও রুহুল জানান, দীর্ঘদিন ধরে তারা নরসিংদী, নারায়ণগঞ্জ,ঢাকাসহ আশপাশের জেলাগুলোয় ফেনসিডিল,ইয়াবা কেনা-বেচা ও সরবরাহ করেছেন।