ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর নাম সাবুল ইসলাম (৩৫)। তাঁর বাড়ি বালিয়াডাঙ্গী উপজেলার তারাঞ্জুবাড়ি গ্রামে। আজ শনিবার ভোররাতে উপজেলার পাড়িয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোররাতে একদল গরু ব্যবসায়ী বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া সীমান্ত এলাকা দিয়ে ভারতে গরু আনতে যান। ভারতের বারোঘরিয়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। অন্যরা পালিয়ে দেশে ফিরে আসতে পারলেও সাবুল গুলিবিদ্ধ হন। পরে আহত অবস্থায় পালিয়ে আসার সময় তাঁর মৃত্যু হয়। এ ঘটনার পর সাবুলের লাশ ভারতের ভেতরে নিয়ে যায় বিএসএফ। পরে স্থানীয় লোকজন ঘটনাটি বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) জানান। দুপুরে ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দিয়ে পতাকা বৈঠকের কথা বলে বিজিবি। পরে সীমান্ত এলাকার শূন্যরেখায় দুই দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়।

এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এসএনএম সামীউন্নবী চৌধুরী ফোন ধরেননি।

তবে বালিয়াডাঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) এ কে এম আতিকুর রহমান বলেন, সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হওয়ার ঘটনাটি বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে। তবে এ ঘটনার আর কোনো তথ্য তিনি জানাতে পারেননি।