ওসির ফ্ল্যাটে চুরি

ফরিদপুরের নগরকান্দা থানার ওসি  সোহেল রানার ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটে। ফরিদপুর, ১১ জানুয়ারি। ছবি: সংগৃহীত
ফরিদপুরের নগরকান্দা থানার ওসি সোহেল রানার ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটে। ফরিদপুর, ১১ জানুয়ারি। ছবি: সংগৃহীত

ফরিদপুরের নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানার ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার থেকে ওই ফ্ল্যাট তালাবদ্ধ ছিল। আজ শনিবার সকালে চুরির বিষয়টি প্রতিবেশীদের নজরে আসে।

শহরের ঝিলটুলী মহল্লার ওয়াসিত্ব টাওয়ারের তিন নম্বর ভবনের সপ্তম তলার এ-সেভেন ফ্ল্যাটে এই ঘটনা ঘটে। সোহেল রানার পরিবার গত ২৭ ডিসেম্বর এই ফ্ল্যাটে ভাড়ায় ওঠে। সেখানে ওয়াসিত্ব টাওয়ার এক, দুই ও তিন নামে তিনটি আবাসিক ভবন রয়েছে।

খবর পেয়ে নগরকান্দা পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি), পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশের দল ঘটনাস্থলে যায়। তারা সেখান থেকে আলামত সংগ্রহ করে। চোর ফ্ল্যাটের তালা ভেঙে ভেতরে ঢোকে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

থানা–পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, ওসি সোহেল রানার বাড়ি গোপালগঞ্জে। গত বৃহস্পতিবার তিনি দুই মেয়ে ও স্ত্রী নাহিদা পারভিনকে নিয়ে গোপালগঞ্জে যান। সেখান থেকে আজ সকালে সোহেল রানা চিকিৎসার উদ্দেশে ভারত রওনা হন।

ওই ভবনের এক বাসিন্দা বলেন, সকালে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন দরজার তালা ভাঙা, আলমারি ও অন্যান্য আসবাব তছনছ করা। চুরির ঘটনা জানার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন বিভাগ তাদের নিজ নিজ পদ্ধতিতে সেখান থেকে আলামত সংগ্রহ করে।

কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেন বিষয়টিকে সাধারণ চুরির ঘটনা উল্লেখ করে বলেন, কখন এই ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি। কী পরিমাণ সম্পদ খোয়া গেছে, সেটিও বাসায় কেউ না থাকায় জানা যায়নি। ওসির পরিবারের সদস্যরা এসে খোয়া যাওয়া মালামালের পরিমাণ নির্ধারণ করবেন। তারপর পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে মামলা হবে।