সিটি নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে সংশয় নেই: জি এম কাদের

রংপুরে দলের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন জিএম কাদের। ছবি: মঈনুল ইসলাম
রংপুরে দলের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন জিএম কাদের। ছবি: মঈনুল ইসলাম

জাতীয় পার্টির নবনির্বাচিত চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, ‘ঢাকা সিটি করপোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। দেশের মানুষ সত্যিকার উৎসবমুখর ভোট উৎসব হিসেবে দেখবে। নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে আমাদের কোনো সংশয় নেই।’

আজ শনিবার বিকেলে নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির ৫৪ জন নেতাকে নিয়ে রংপুর নগরের দর্শনা এলাকায় জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান এইচ এম এরশাদের কবর জিয়ারত করেন জি এম কাদের। শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, ‘আমরা সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করছি। আমরা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যতটুকু সম্ভব সরকার ও নির্বাচন কমিশনকে সহযোগিতা করব।’

রংপুর হচ্ছে জাপার দুর্গ ও ঘাঁটি উল্লেখ করে জি এম কাদের বলেন, ‘এখানে শায়িত আছেন আমাদের দলের প্রতিষ্ঠাতা এরশাদ। আমাদের দলের সকল কর্মকাণ্ড তাঁকেই ঘিরে চলছে। আমরা আবারও নতুনভাবে শুরু করার আগে রংপুরের মাটিকে আমরা প্রাধান্য দিতে চাই। আমরা এরশাদকে চিরস্মরণীয় করে রাখতে চাই।’