উড়োজাহাজের সিঁড়ির নিচে ২ কোটি টাকার সোনার বার

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি উড়োজাহাজের সিঁড়ির নিচ থেকে ৪০টি সোনার বার উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি উড়োজাহাজের সিঁড়ির নিচ থেকে ৪০টি সোনার বার উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি উড়োজাহাজের সিঁড়ির নিচ থেকে ৪০টি সোনার বার জব্দ করা হয়েছে। জব্দ করা এই সোনার আনুমানিক বাজারদর ২ কোটি ৩২ লাখ টাকা। গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার বিকেলে কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম এই সোনা জব্দ করে।

বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার (প্রিভেনটিভ) মো. সোলাইমান হোসেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আউট বে এলাকাসহ বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন কর্মকর্তারা। পরে তল্লাশি চালানোর সময় বিকেল ৫টা ৪৮ মিনিটে আউট বে নম্বর ২৫-এ কুয়ালালামপুর থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট নম্বর-বিএস৩১৬–এর সিঁড়ির নিচে কালো স্কচটেপে মোড়ানো একটি প্যাকেট পাওয়া যায়। প্যাকেটের ভেতরে ৪০টি সোনার বার পাওয়া যায়, যার ওজন ৪ কেজি ৬৪০ গ্রাম।

তবে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।