২৪ ঘণ্টায় শীতজনিত রোগে ৫ হাজারের বেশি মানুষ আক্রান্ত

ফাইল ছবি
ফাইল ছবি

সারা দেশে শীতজনিত রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের শনিবারের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে ৫ হাজারের বেশি মানুষ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। 

এই রোগীদের মধ্যে শ্বাসতন্ত্রের সংক্রমণ নিয়ে এসেছে ৮৩৪ জন। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এসেছে ১ হাজার ৭৫৪ জন। বাকিরা এসেছে জন্ডিস, আমাশয়, চোখের প্রদাহ, চর্মরোগ ও জ্বরে আক্রান্ত হয়ে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত নভেম্বর থেকে ১১ জানুয়ারি পর্যন্ত ঠান্ডাজনিত রোগে আক্রান্ত মানুষের সংখ্যা ৩ লাখ ৫৫ হাজার ৭২৮। আর এই সময়ে মারা গেছে ৫৪ জন।

ঠান্ডাজনিত রোগে আক্রান্ত ও মৃত্যুর ঝুঁকি বেশি শিশু ও বয়স্কদের।

ঠান্ডাজনিত রোগের বিষয়ে কন্ট্রোল রুমের সহাকারী পরিচালক আয়শা আক্তার প্রথম আলোকে বলেন, জানুয়ারিতে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা কমে যাওয়ার কথা। কিন্তু শৈত্যপ্রবাহ ও তাপমাত্রা কম থাকায় সেটা হচ্ছে না। মানুষকে সচেতন করার পাশাপাশি অধিদপ্তর থেকে হাসপাতালে ঠান্ডাজনিত রোগ মোকাবিলায় নির্দেশনা দেওয়া আছে।

তবে শৈত্যপ্রবাহ ছাড়াই গতকাল শনিবার রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকায় ছিল কনকনে শীত।