আগুন পোহাতে গিয়ে দগ্ধ ১ জনের মৃত্যু

শীতে গ্রামাঞ্চলে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে অসাবধানতায় প্রায়ই ঘটে দুর্ঘটনা। ফাইল ছবি
শীতে গ্রামাঞ্চলে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে অসাবধানতায় প্রায়ই ঘটে দুর্ঘটনা। ফাইল ছবি

শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। এ নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃতের সংখ্যা দাঁড়াল ৯ জনে।

ওই ব্যক্তির নাম রুবেল মিয়া (৫০)। বাড়ি গাইবান্ধা জেলায়।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সহকারী অধ্যাপক এম এ হামিদ বলেন, আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে ৩ জানুয়ারি হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হন রুবেল মিয়া। তাঁর শরীরের ৮০ ভাগ পুড়ে গিয়েছিল।

এই চিকিৎসক জানান, খড়কুটো জ্বেলে আগুন পোহাতে গিয়ে দগ্ধ আরও ১৮ জন এখনো হাসপাতালে ভর্তি আছেন। তাঁদের শরীরের ১০ থেকে ৫০ শতাংশ পুড়ে গেছে বলে জানান তিনি।