রসের টানে

>খেজুরের টাটকা রসের স্বাদ নিতে কে না পছন্দ করে? রসের টানে ছুটে আসে পাখপাখালিও। ভোরে গাছিরা যখন রস সংগ্রহ করতে আসেন, এর আগেই চলে আসে পাখিরা। কখনো দল বেঁধে, কখনোবা একলা চুপিচুপি হানা দেয় আহৃত রসে। বগুড়ার শাজাহানপুর উপজেলার শাবরুলনগর পাড়ায় ঘটা পাখিদের এই কাণ্ড নিয়ে এবারের ছবির গল্প।
খেজুরের রস পানের জন্য প্লাস্টিকের জারের ওপর বসেছে বসন্ত বাউরি। পাশে কাঠশালিক ও অন্য পাখি
খেজুরের রস পানের জন্য প্লাস্টিকের জারের ওপর বসেছে বসন্ত বাউরি। পাশে কাঠশালিক ও অন্য পাখি
খেজুর রসে মজেছে পাখি
খেজুর রসে মজেছে পাখি
রস পান নিয়ে ঝগড়ায় মেতেছে দুই ফিঙে। পাশে বুলবুলি ও কাঠশালিক
রস পান নিয়ে ঝগড়ায় মেতেছে দুই ফিঙে। পাশে বুলবুলি ও কাঠশালিক
টাটকা রসের টানে ছুটে এসেছে কাঠঠোকরা
টাটকা রসের টানে ছুটে এসেছে কাঠঠোকরা
রস পানের জায়গা দখল নিয়ে লড়াই
রস পানের জায়গা দখল নিয়ে লড়াই
রস পান করে চুপটি মেরে বসে পাখিরা
রস পান করে চুপটি মেরে বসে পাখিরা
যেন রস পানের লাইনে দাঁড়িয়েছে পাখিরা
যেন রস পানের লাইনে দাঁড়িয়েছে পাখিরা