আমরা নির্বাচনে আছি, থাকব: মির্জা ফখরুল

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সৈয়দপুর বিমানবন্দর, নীলফামারী, ১৪ জানুয়ারি। ছবি: প্রথম আলো
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সৈয়দপুর বিমানবন্দর, নীলফামারী, ১৪ জানুয়ারি। ছবি: প্রথম আলো

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপি একটি গণতান্ত্রিক দল, পলিটিক্যাল ডেমোক্রেটিক পার্টির নির্বাচনে থাকাটা সবচেয়ে বড় প্রয়োজন। এ কারণে বৈরী পরিবেশের পরেও আমরা নির্বাচনে আছি, নির্বাচনে থাকব।’ নিজের এলাকা ঠাকুরগাঁও থেকে ঢাকা ফেরার পথে আজ মঙ্গলবার সন্ধ্যায় নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে বর্তমান নির্বাচন কমিশনকে অযোগ্য উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘ইভিএমের মাধ্যমে ভোট ডাকাতির আবারও চেষ্টা করছে সরকার। তাদের সহযোগিতা করছে ব্যর্থ নির্বাচন কমিশন।’

বিএনপি মহাসচিব বলেন, ‘খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে তাঁকে রাজনীতি থেকে দূরে রাখার জন্য। এ কারণে সরকার নির্ধারণ করে কত বছর সাজা হবে, তাঁর মুক্তি হবে কি হবে না। আমরা যে বলি সরকার সবকিছু নিয়ন্ত্রণ করছে, তা প্রমাণিত হয়েছে।’

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের পরাজয় হবে জেনে বিএনপি–মনোনীত প্রার্থীদের গণসংযোগে হামলা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।