খেয়াঘাটে জ্যান্ত বাগাড়

>বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা খেয়াঘাটে জেলেদের সারি সারি নৌকা। সেখানে নৌকায় বেঁধে রাখা ৩৫ কেজি ওজনের জ্যান্ত বাগাড়। যমুনা নদীতে মাছটি চন্দনবাইশার রৌহদহ গ্রামের জেলে আমিনুল ও জহরুল ইসলামের জালে ধরা পড়েছে। মাছটি ধুনট আড়তে ৯০০ টাকা কেজি দরে বিক্রি করা হয়। এই মাছসহ জেলেদের ধরা আরও মাছ নিয়ে এই ছবির গল্প।
যমুনা নদীর চন্দনবাইশা খেয়াঘাটে জেলের নৌকায় বেঁধে রাখা ৩৫ কেজি ওজনের বাগাড়।
যমুনা নদীর চন্দনবাইশা খেয়াঘাটে জেলের নৌকায় বেঁধে রাখা ৩৫ কেজি ওজনের বাগাড়।
নৌকায় তোলা হচ্ছে বাগাড়।
নৌকায় তোলা হচ্ছে বাগাড়।
জেলেপুত্রের হাতে আড়াই কেজি ওজনের আইড়।
জেলেপুত্রের হাতে আড়াই কেজি ওজনের আইড়।
নদী থেকে ধরা পাবদা, কাজলি ও ট্যাংরা।
নদী থেকে ধরা পাবদা, কাজলি ও ট্যাংরা।
খেয়াঘাটে জেলের জন্য খাবার নিয়ে আসছেন এক গৃহিণী।
খেয়াঘাটে জেলের জন্য খাবার নিয়ে আসছেন এক গৃহিণী।
ছিঁড়ে যাওয়া জাল নৌকায় বসে মেরামত করা হচ্ছে।
ছিঁড়ে যাওয়া জাল নৌকায় বসে মেরামত করা হচ্ছে।