অ্যাডভেঞ্চার: বাদুড় গুহা

গুহার নাম ‘তকবাক হাকর’। অর্থাৎ বাদুড় গুহা। স্থানীয় অনেকে বলেন, দেবতার গুহা। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা সদর থেকে ১৭ কিলোমিটার দূরে রথীচন্দ্র কার্বারী পাড়া এলাকায় এই গুহা আছে।

গুহার পাশে রয়েছে ঝরনা। রথীচন্দ্র কার্বারী পাড়া পর্যন্ত চাঁদের গাড়িতে বা মোটরসাইকেলে গিয়ে পাথরের ঝিরিপথ পার হলেই গুহাটির দেখা মিলবে। পাহাড় থেকে প্রায় ৬০০ ফুট নিচে নেমে পাথরের ঝিরি ঝরনা। ঝরনার পানি গড়িয়ে পড়ছে পাথরের ছড়ায়। এরপর ছড়ায় নেমে ৫ মিনিট পথে হাঁটলেই দেখা মিলবে বাদুড় গুহার।

গুহার দৈর্ঘ্য ১৬১ ফুট। গড়ে ৪ ফুট প্রস্থ। উচ্চতা প্রায় ৩০ ফুট। ভ্রমণপিপাসুদের আকৃষ্ট করে এই গুহা। তবে সেখানে যেতে দরকার কিছু সতর্কতা। পাহাড়ে হাঁটার উপযোগী জুতা, গুহায় প্রবেশের জন্য টর্চলাইট অবশ্যই সঙ্গে নিতে হবে। পর্যাপ্ত পরিমাণ খাবার পানি সঙ্গে রাখলে ভালো।

ঝরনার পাশ দিয়ে পাহাড় বেয়ে নামছেন কয়েকজন
ঝরনার পাশ দিয়ে পাহাড় বেয়ে নামছেন কয়েকজন
গুহায় প্রবেশ
গুহায় প্রবেশ
গুহার বাইরের দৃশ্য
গুহার বাইরের দৃশ্য
গুহার ভেতরে দুই বন্ধু
গুহার ভেতরে দুই বন্ধু
সূর্যালোকে আলোকিত গুহা
সূর্যালোকে আলোকিত গুহা
গুহার একপাশ
গুহার একপাশ
গুহার পাশে রান্নায় ব্যস্ত ভ্রমণপিপাসুরা
গুহার পাশে রান্নায় ব্যস্ত ভ্রমণপিপাসুরা
গুহা থেকে বের হওয়ার পথ
গুহা থেকে বের হওয়ার পথ