পদ্মা সেতুর ২২তম স্প্যান বসানো হয়েছে

বৃহস্পতিবার দুপুরের দিকে ২২তম স্প্যানটি বসানো হয়। ছবি: সংগৃহীত
বৃহস্পতিবার দুপুরের দিকে ২২তম স্প্যানটি বসানো হয়। ছবি: সংগৃহীত

পদ্মা সেতুর ২২তম স্প্যান বসানো হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এই স্প্যানটি বসানো হয়।

পদ্মা সেতু প্রকল্প–সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাওয়া প্রান্তে  ৫ ও ৬ নম্বর পিয়ারের ওপর ২২তম স্প্যানটি বসানো হয়। ৫ ও ৬ নম্বর পিয়ার সবচেয়ে গভীরে বসানো হয়েছে। ২২তম স্প্যান বসানোর মধ্য দিয়ে পদ্মা সেতুর ৩ হাজার ৩০০ মিটার দৃশ্যমান হয়েছে।

৩১ জানুয়ারি পদ্মা সেতুর ২৩তম স্প্যান বসানো হবে বলে জানান প্রকল্পের কর্মকর্তারা। এই স্প্যানটি বসলে পদ্মা সেতুর প্রায় সাড়ে ৩ হাজার মিটার দৃশ্যমান হবে।

২২তম স্প্যানটি ৫ ও ৬ নম্বর পিয়ারের ওপর বসানো হয়। ছবি: সংগৃহীত
২২তম স্প্যানটি ৫ ও ৬ নম্বর পিয়ারের ওপর বসানো হয়। ছবি: সংগৃহীত

১৪ জানুয়ারি পদ্মা সেতুর ২১তম স্প্যান বসানো হয়।

পদ্মা সেতু প্রকল্প–সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রতি মাসে সেতুর তিনটি করে স্প্যান বসবে। এতে আগামী জুলাই মাসেই সব, অর্থাৎ, ৪১টি স্প্যান বসানো সম্ভব হবে।