ময়মনসিংহে ফিজিক্স অলিম্পিয়াডের উদ্বোধন

ময়মনসিংহে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ডাচ বাংলা ব্যাংক-প্রথম আলো ফিজিক্স অলিম্পিয়াড শুরু হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার সকালে কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুল মাঠ বিভিন্ন স্কুলের পাঁচ শতাধিক শিক্ষার্থীর পদচারণে মুখরিত হয়।

ময়মনসিংহে ডাচ বাংলা ব্যাংক-প্রথম আলো ফিজিক্স অলিম্পিয়াডের উদ্বোধন হয়েছে। ছবি: জগলুল পাশা
ময়মনসিংহে ডাচ বাংলা ব্যাংক-প্রথম আলো ফিজিক্স অলিম্পিয়াডের উদ্বোধন হয়েছে। ছবি: জগলুল পাশা

নির্ধারিত সময়ের আগেই ময়মনসিংহ বিভাগের চারটি জেলার স্কুল পর্যায়ের শিক্ষার্থীরা অনুষ্ঠানস্থলে এসে উপস্থিত হয়।

জাতীয় সংগীত এবং বেলুন উড়িয়ে ফিজিক্স অলিম্পিয়াডের উদ্বোধন ঘোষণা করা হয়।

ময়মনসিংহে ডাচ বাংলা ব্যাংক-প্রথম আলো ফিজিক্স অলিম্পিয়াডের উদ্বোধন হয়েছে। ছবি: জগলুল পাশা
ময়মনসিংহে ডাচ বাংলা ব্যাংক-প্রথম আলো ফিজিক্স অলিম্পিয়াডের উদ্বোধন হয়েছে। ছবি: জগলুল পাশা

উদ্বোধনী পর্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাদিকা হক, বিএনএসবি চক্ষু হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট কে ডি চক্রবর্তী, কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ রায়হান উদ্দীন, ম্যানেজিং কমিটির সদস্য সুভাষ চন্দ্র দাস, পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) গোলাম মাওলা প্রমুখ।

উদ্বোধনী পর্ব শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে শ্রেণি কক্ষে প্রবেশ করে। তারা পরীক্ষায় অংশ নেয়।