চট্টগ্রামে বর্ণিল আয়োজনে ফিজিক্স অলিম্পিয়াড শুরু

চট্টগ্রামে বর্ণিল আয়োজনে শুরু হয়েছে ডাচ বাংলা ব্যাংক-প্রথম আলো ফিজিক্স অলিম্পিয়াড ২০২০।

শুক্রবার বেলা পৌনে ১১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজের শাহ আলম বীর উত্তম মিলনায়তন প্রাঙ্গণে এই অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়। অতিথি ও অংশগ্রহণকারী শিক্ষার্থীরা মিলে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন।

উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন অস্ট্রেলিয়ার মেলবোর্ন আর এম আই টি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক, বিজ্ঞান গবেষক ও লেখক প্রদীপ দেব। উপস্থিত ছিলেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আবদুল কাইয়ুম, প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ লে. কর্নেল (অব.) জিয়াউদ্দিন, উপাধ্যক্ষ ই ইউ এম ইন্তেখাব প্রমুখ।

চট্টগ্রামে ডাচ বাংলা ব্যাংক-প্রথম আলো ফিজিক্স অলিম্পিয়াডের উদ্বোধন। ছবি: জুয়েল শীল
চট্টগ্রামে ডাচ বাংলা ব্যাংক-প্রথম আলো ফিজিক্স অলিম্পিয়াডের উদ্বোধন। ছবি: জুয়েল শীল

বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডের সহযোগিতায় চট্টগ্রামের প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল বিভাগীয় পর্যায়ের এই অলিম্পিয়াডের আয়োজন করেছে।

উদ্বোধনী বক্তব্যে প্রদীপ দেব শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরা ভবিষ্যৎ পদার্থ বিজ্ঞানী। আগামী দিনের ভবিষ্যৎ তোমরা। তোমরা পদার্থ বিজ্ঞানের অনেক জটিল বিষয়ের সমাধান করবে।’

চট্টগ্রামে ডাচ বাংলা ব্যাংক-প্রথম আলো ফিজিক্স অলিম্পিয়াড উপলক্ষে র্যালি। ছবি: জুয়েল শীল
চট্টগ্রামে ডাচ বাংলা ব্যাংক-প্রথম আলো ফিজিক্স অলিম্পিয়াড উপলক্ষে র্যালি। ছবি: জুয়েল শীল

উদ্বোধনী পর্বের আগে সকালে প্রেসিডেন্সি স্কুলে তিনটি বিভাগে ফিজিক্স বিষয়ে এক ঘণ্টার পরীক্ষা হয়। এতে প্রায় ১ হাজার ৪০০ শিক্ষার্থী অংশ নেয়।

পরে র‍্যালি নিয়ে পাঁচলাইশের স্কুল প্রাঙ্গণ থেকে শিক্ষার্থী ও অতিথিরা শাহ আলম বীর উত্তম মিলনায়তনে আসেন। সেখানে উদ্বোধনী পর্ব হয়। এরপর অনুষ্ঠিত হবে প্রশ্নোত্তর পর্ব।