বইমেলা প্রাঙ্গণ ও ছাপাখানায় ব্যস্ততা

>‘অমর একুশে গ্রন্থমেলা’ সামনে রেখে মেলা প্রাঙ্গণ ও ছাপাখানায় ব্যস্ততা এখন তুঙ্গে। বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানে জোরেসোরে বইয়ের স্টল ও প্যাভিলিয়ন তৈরির কাজ চলছে। বেশিরভাগ কাজ শেষ। এখন প্রধানত রং করতে ব্যস্ত শ্রমিকেরা। ছুটির দিনেও বাংলাবাজারের প্যারিদাস রোডের ছাপাখানাগুলো খোলা। চলছে বই বাঁধাই, বই ছাপানো ও মলাট লাগানোর কাজ। ছাপাখানার কর্মীদের অনেক রাত পর্যন্ত কাজ করতে হচ্ছে। ছবিগুলো শুক্রবারের।
বিভিন্ন রং ও নকশার প্যাভিলিয়ন ও স্টল তৈরি হচ্ছে ।
বিভিন্ন রং ও নকশার প্যাভিলিয়ন ও স্টল তৈরি হচ্ছে ।
বেশিরভাগ প্যাভিলিয়ন তৈরির কাজ শেষ। এখন রং করা হচ্ছে।
বেশিরভাগ প্যাভিলিয়ন তৈরির কাজ শেষ। এখন রং করা হচ্ছে।
নান্দনিক প্যাভিলিয়ন রং করতে ব্যস্ত এক শ্রমিক।
নান্দনিক প্যাভিলিয়ন রং করতে ব্যস্ত এক শ্রমিক।
মেলার শুরুর আগেই স্টল ও প্যাভিলিয়ন তৈরির কাজ শেষ করতে ব্যস্ত শ্রমিকেরা।
মেলার শুরুর আগেই স্টল ও প্যাভিলিয়ন তৈরির কাজ শেষ করতে ব্যস্ত শ্রমিকেরা।
ছাপাখানায় নতু্ন বইয়ে মলাট লাগানো হচ্ছে।
ছাপাখানায় নতু্ন বইয়ে মলাট লাগানো হচ্ছে।
মেশিন থেকে বেরিয়ে আসছে নতুন বইয়ের পাতা।
মেশিন থেকে বেরিয়ে আসছে নতুন বইয়ের পাতা।