সময় বলে দেবে কার সঙ্গে জোট : জাপা মহাসচিব

রংপুর মহানগর জাতীয় যুব সংহতির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন মসিউর রহমান। শহীদ মোসলেম উদ্দিন ছাত্রাবাস মাঠ, রংপুর নগর, ২৫ জানুয়ারি। ছবি: মঈনুল ইসলাম
রংপুর মহানগর জাতীয় যুব সংহতির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন মসিউর রহমান। শহীদ মোসলেম উদ্দিন ছাত্রাবাস মাঠ, রংপুর নগর, ২৫ জানুয়ারি। ছবি: মঈনুল ইসলাম

রংপুরে জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান বলেছেন, ‘কারও বাধ্য নই যে আমাদের কারও সঙ্গে অ্যালায়েন্স করতে হবে। সময় বলে দেবে আমরা কার সঙ্গে অ্যালায়েন্স (জোট) করব। সময় বলে দেবে আমাদের কে ভালোবাসে আর কে কতটা আসন দেয়। তখন চিন্তা করব আমরা কার সঙ্গে অ্যালায়েন্স করব।’

আজ শনিবার বিকেলে রংপুর নগরের শহীদ মোসলেম উদ্দিন ছাত্রাবাস মাঠে মহানগর জাতীয় যুব সংহতির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের উদ্দেশে জাপা মহাসচিব বলেন, ‘বন্ধুত্ব রাখতে চাইলে বন্ধুত্ব রাখেন। বৈরিতা চাইলে বৈরিতা করেন। শত্রুতা চাইলে শত্রুতা করেন। আমরা এখন কিছু বলব না। আমরা বন্ধুত্ব ধরে রাখতে চাই। অ্যালায়েন্স করে নির্বাচন করেছি। সেটা রক্ষা করতে চাই।’

সম্মেলনে মহানগর যুব সংহতির আহ্বায়ক জাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন মহানগর জাপার সভাপতি ও সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জেলা জাপার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক। সঞ্চালনা করেন মহানগর যুব সংহতির সদস্যসচিব আলাল উদ্দিন কাদেরী।

সম্মেলন শেষে কাউন্সিলদের সর্বসম্মতিক্রমে রংপুর মহানগর জাতীয় যুব সংহতির সভাপতি হিসেবে জাকির হোসেন ও সাধারণ সম্পাদক আলাল উদ্দিন কাদেরীর নাম ঘোষণা করেন যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সভাপতি আলমগীর শিকদার। অন্য পদগুলো পরে নির্বাচিত করা হবে বলে সভায় জানানো হয়।