বাঁশখালীতে গুলিবিনিময়ে ডাকাত নিহত: র‍্যাব

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রামের বাঁশখালীতে র‍্যাব-৭-এর সঙ্গে ‘গুলিবিনিময়ে’ মোরশেদ আলম (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। র‍্যাব বলছে, নিহত ব্যক্তি কুখ্যাত ডাকাত ও জলদস্যু ছিলেন।

আজ রোববার ভোররাত চারটার দিকে বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের বানীগ্রাম লটমনি পাহাড়ি এলাকা থেকে মোরশেদের লাশ উদ্ধার করা হয়।

নিহত মোরশেদের বাড়ি চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল এলাকায়। তাঁর বাবার নাম সিদ্দিক আহমদ।

র‍্যাব জানায়, মোরশেদ একাধিক হত্যাসহ ১৫টির বেশি মামলার আসামি ছিলেন।

র‍্যাব সূত্র জানায়, র‍্যাব-৭-এর একটি টহল দলের সঙ্গে ডাকাতদলের গুলিবিনিময় হয়। এতে এক ব্যক্তি (মোরশেদ) গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ঘটনাস্থল থেকে ৪টি আগ্নেয়াস্ত্র, ৩টি রামদা ও ১৯টি গুলি উদ্ধার করা হয়।