কাউন্সিলর মিজানকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে দুদক

কাউন্সিলর হাবিবুর রহমান ওরফে মিজান। ফাইল ছবি
কাউন্সিলর হাবিবুর রহমান ওরফে মিজান। ফাইল ছবি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর রহমান ওরফে মিজানকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)

আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মিজানকে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আনা হয়।

দুদক সূত্র প্রথম আলোকে জানিয়েছে, সংস্থার উপপরিচালক গুলশান আনোয়ার প্রধানসহ একটি দল মিজানকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছে।

আদালতের নির্দেশে মিজানকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে দুদক।

গত বছরের ৬ নভেম্বর মিজানের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলার এজাহারে বলা হয়, মিজানের ৩০ কোটি ১৬ লাখ ৮৭ হাজার ৩৩১ টাকার অবৈধ স্থাবর-অস্থাবর সম্পদের তথ্যের প্রমাণ পাওয়া গেছে।

চলমান শুদ্ধি অভিযানে গত ১১ অক্টোবর সিলেটের শ্রীমঙ্গলে র‍্যাবের হাতে গ্রেপ্তার হন মিজান। পরে তাঁর বিরুদ্ধে অর্থ পাচার ও অস্ত্র আইনে দুটি মামলা করা হয়।