সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে আহত ১০

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ সংলগ্ন ফটকে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে দুই পক্ষের কয়েকজন শিক্ষার্থীর মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বাঁশ ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন ছাত্ররা। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হন। তবে আহতদের কারও অবস্থায় গুরুতর নয়। সবাই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে দ্রুত বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রলীগের জ্যেষ্ঠ নেতারা গিয়ে পরিস্থিতি শান্ত করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সোহেল মিঞা প্রথম আলোকে বলেন, সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে হঠাৎ করেই সংঘর্ষ বেঁধে যায়। তবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।