উত্তরার ফ্ল্যাটে গলাকাটা লাশ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঢাকার উত্তরার ১৪ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাট থেকে আজ মঙ্গলবার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ উদ্ধার হওয়া ওই ব্যক্তির নাম কাজী গোলাপ হোসেন (৪৫)। তিনি বাবলু পরিবহনের আবদুল্লাহপুর এলাকার কাউন্টার মাস্টার ছিলেন। উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান প্রথম আলোকে এসব তথ্য জানান।

প্রতিবেশী ও পুলিশ সূত্র বলছে, কাজী গোলাপ হোসেনকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাঁর নাড়িভুঁড়ি বেরিয়ে এসেছিল। গোলাপ হোসেন ৮ থেকে ১০ দিন আগে স্ত্রী–সন্তানকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন। তাঁদের গ্রামের বাড়ি কুমিল্লার লাঙ্গলকোটে। বাসায় তিনি একাই ছিলেন। সকালের দিকে গোলাপ হোসেনের স্ত্রী ফোন করে জানান, তাঁর স্বামীর মুঠোফোন বন্ধ পাচ্ছেন। কোনো খবর পাচ্ছেন না। এ কথা শুনে বাড়ির লোকজন খোঁজ নিতে যান। খোলা একটি জানালা দিয়ে তাঁর লাশ পড়ে থাকতে দেখেন। পরে উত্তরা পশ্চিম থানার পুলিশ এসে বিছানার ওপর থেকে গোলাপের লাশ উদ্ধার করে।

লাশটির সুরতহাল প্রতিবেদন করেছে পুলিশ। আর ময়নাতদন্তের জন্য আজই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানোর কথা রয়েছে।