জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের নির্বাচনে নীল দলের নিরঙ্কুশ বিজয়

নূরে আলম আবদুল্লাহ ও শামীমা বেগম
নূরে আলম আবদুল্লাহ ও শামীমা বেগম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে নীল দল নিরঙ্কুশ বিজয় পেয়েছে। এতে ৩১৮ ভোট পেয়ে পদার্থবিজ্ঞান বিভাগের নূরে আলম আবদুল্লাহ সভাপতি এবং ২৮৫ ভোট পেয়ে মাইক্রোবায়োলজি বিভাগের শামীমা বেগম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। এতে ৬৭৮ জন ভোটারের মধ্যে ৫২৪ জন ভোট দিয়েছেন। বিকেল চারটায় প্রধান নির্বাচন কমিশনার মনিরুজ্জামান খন্দকার নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষসহ ১৫টি পদের মধ্যে ১৪টিতে আওয়ামীপন্থী নীল দলের একাংশ এবং ১টি সদস্য পদে নীল দলের অপরাংশ বিজয়ী হয়।

সমিতির অন্য সদস্যরা হলেন সহসভাপতি প্রাণিবিদ্যা বিভাগের আবদুল বাকী, কোষাধ্যক্ষ মার্কেটিং বিভাগের জহির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ইংরেজি বিভাগের মমিন উদ্দীন ও সদস্য পদে উদ্ভিদবিজ্ঞান বিভাগের আল-আমীন, সমাজকর্ম বিভাগের আনোয়ার হোসেন, লোকপ্রশাসন বিভাগের নুমান মাহ্‌ফুজ, রসায়ন বিভাগের মো. ইলিয়াছ, ইসলামিক স্টাডিজ বিভাগের রেজাউল হোসাইন, ফিন্যান্স বিভাগের ইমরান হোসাইন, ভূগোল ও পরিবেশ বিভাগের শাহানা আকতার, সমাজকর্ম বিভাগের আবুল হোসেন, আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক প্রতিভা রানী এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের লুত্ফুন্নাহার নির্বাচিত হন।