আতিকুলের সঙ্গে নির্বাচনী প্রচারে স্ত্রী-মেয়েসহ স্বজনেরা

ঢাকা উত্তরে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলামের সভায় আজ উপস্থিত ছিলেন তাঁর ভাই-বোনসহ পরিবারের সদস্যরা। ছবি: নাসরিন আকতার
ঢাকা উত্তরে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলামের সভায় আজ উপস্থিত ছিলেন তাঁর ভাই-বোনসহ পরিবারের সদস্যরা। ছবি: নাসরিন আকতার

ঢাকা উত্তরে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলামের প্রচারে সরব ছিলেন তাঁর স্ত্রী শায়লা সাগুফতা ইসলাম। তিনি পেশায় চিকিৎসক। প্রচারের প্রতিদিনই আলাদাভাবে আতিকুল ইসলামের নির্বাচনী বিভিন্ন এলাকায় গেছেন ও প্রচারপত্র বিলি করে আতিকুল ইসলামের পক্ষে নৌকায় ভোট চেয়েছেন। এ ছাড়া বিভিন্ন ঘরোয়া মতবিনিময় সভায় দেখা গেছে আতিকুল ইসলামের বোন ও ভাইকে।

আতিকুল ইসলাম তাঁর ১১ ভাইবোনের মধ্যে সবচেয়ে ছোট। তাঁর পক্ষে বড় ভাইবোন ও ভাগনে-ভাগনিরা প্রচারে অংশ নেন।

আজ বুধবার সকালে গুলশানের শহীদ ফজলে রাব্বি পার্কের আতিকুলের নির্বাচনী সভায় এক মঞ্চে উপস্থিত ছিলেন এ মেয়র পদপ্রার্থীর পরিবারের বেশ কয়েকজন সদস্য। সমাবেশে আতিকুল ইসলামের ভাই লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. মইনুল ইসলাম, বোন হালিমা নাহার, আমিনা নাহার এবং রহিমা নাহার, আতিকুল ইসলামের স্ত্রী শায়লা সাগুফতা, মেয়ে বুশরা আফরীন, তাঁর ভাগ্নে তানভীর সিদ্দিকী, শাকিল মতিন, তাসিন আহমেদ, ভাগনি শ্রাবণী সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

আতিকুল ইসলামের বোন হালিমা নাহার প্রথম আলোকে বলেন, ‘আতিকুল ইসলামকে মেয়র প্রার্থী হিসেবে মনোনীত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। আতিকুল ইসলাম মানুষ হিসেবে সৎ, নম্র ও বিনয়ী। ছোটবেলা থেকেই তার সেবামূলক কাজের প্রতি আগ্রহ ছিল। তার সবচেয়ে বড় গুণ সে কর্মঠ ও সৎ।’

হালিমা নাহার বলেন, ‘ভাই বোনদের মধ্যে সবচেয়ে ছোট আতিক পরিবারের সবার আদর-যত্নে বড় হয়েছে। মা–বাবাকে দেখে সে পরিশ্রম করতে শিখেছে।’

আতিকুল ইসলামের বোন হালিমা বলেন, ‘আমি সবার কাছে দোয়া চাই আতিককে যেন ভোট দিয়ে নির্বাচিত করে। ও যদি নির্বাচিত হয় তবে ভবিষ্যতে ও যত প্রতিশ্রুতি দিয়েছে সব কটি যাতে পুরোপুরি করতে পারে সে ব্যাপারে আমরা সহযোগিতা করব।’