রাজধানীর খিলক্ষেত দুই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ

রাজধানীর খিলক্ষেত এলাকায় পিংক সিটির পাশ থেকে আজ বৃহস্পতিবার সকালে দুই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, এখনো তাঁদের পরিচয় পাওয়া যায়নি। পুলিশের ভাষ্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ওই দুই ব্যক্তি নিহত হয়েছে।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বোরহান উদ্দিন জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ব্যক্তি নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। কাদের সঙ্গে বন্দুকযুদ্ধ হয়েছে, তা বলতে পারছি না। যে পুলিশ কর্মকর্তা লাশ উদ্ধার করে মর্গে নিয়ে গেছেন, তিনি নিশ্চিত করতে পারবেন।

ঢাকা মেডিকেল সূত্রে জানা গেছে, দুই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। দুজনের বয়স আনুমানিক ৩০ ও ৩২ হবে। দুজনের শরীরে ক্ষতচিহ্ন রয়েছে।